হাবিবুর রহমান সাগর, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেন ।
আজ রবিবার দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন ।
এসময় জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল বলেন,
বর্তমান বাংলাদেশের নারীরা তাদের নিরাপত্তা পাচ্ছে না, ফলে দেখা যাচ্ছে দেশে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমাদের শিশুরাও সেখান থেকে ছাড় পাচ্ছে না। অন্তর্বর্তীকালে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।
এই ধর্ষণের মতো জঘন্য ঘটনা বারবার ঘটছে কারণ এর বিচার সঠিকভাবে হচ্ছে না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না। দোষীদের এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে, দ্বিতীয়বার এমন জঘন্য কাজ কেউ করতে তার বুক কেঁপে ওঠে।
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমেনা ইসলাম বলেন,”
সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আমার বিভাগের শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে মানববন্ধনে নেমে এসেছে। আজ তারা জাগ্রত সত্য হিসেবে দাঁড়িয়েছে।
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলেও সেটি এখনো কার্যকর হচ্ছে না। ফলেই অপরাধ কমছে না বরং অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।
আমার সরকারের দায়বদ্ধতা দেখতে চাই, রাষ্ট্র কি পদক্ষেপ নিবে সেটাও আমরা দেখতে চাই । একজন ধর্ষকের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড। “
জার্নালিজম এন্ড মিডিয়া সিরিজ বিভাগের শিক্ষার্থী
সানজিদা বলেন, “বর্তমান দেশে নারীরা কোথাও নিরাপদ নয়, ধর্ষণের মতো এমন জঘন্য ঘটনা বর্তমানে ঘটেই চলছে তবে আমরা এর কোন বিচার দেখতে পারছি না।
দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। ধর্ষকরা একটি আট বছরের শিশুকে পর্যন্তও ছাড়েনি! এমনকি আন্তর্জাতিক নারী দিবসেও দেশে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে।
আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—এবং দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই”