মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
“কুরআনের শিক্ষায় রয়েছে আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের পথে নিয়ে যায়। কুরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটি জীবন্ত মিরাকেল, যা প্রতিটি যুগে মানুষকে পথ দেখায়।
আজ শুক্রবার (৭ই মার্চ) সকালে দশদোনা দক্ষিণ পাড়া হযরত ফাতেমা (রা) ক্যাডেট মহিলা মাদ্রাসায় আদর্শ গ্রাম দশদোনা যুব সমাজের উদ্যোগে মেহেদী হাসান বাবুর পরিচালনায় ফ্রী কোরআন বিতরণের আয়োজন করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন মো: সবুজ সরকার, মো: সোহাগ, মেহেদী হাসান বাবু।
মো: সবুজ বলেন, আমরা এবার প্রথম এই আয়োজনটি করি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো সুন্দরও বড় করে যেন করতে পারি সে আসা কামনা করি, মো: সোহাগ বলেন, আমরা সাহস করে ছোট করে হোক এই আয়োজন টি সফল করতে পেরেছি ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ, মেহেদী হাসান বাবু বলেন , আমরা আমাদের শ্রম দিয়ে প্রবাসীদের অর্থায়নে এই আয়োজন সফল করেছি, দল মত নির্বিশেষে আমাদের গ্রাম যেন একটি আদর্শ গ্রাম হয়ে উঠতে পারে সে আসা এবং দোয়া করি ও ভবিষ্যতেও যে এই আয়োজন টি আরে বড় করে করতে পারি সে আসা কামনা করি।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আতিকুর রহমান, মেহেদী হাসান বাবু, মো: সোহাগ মো: সবুজ, মো: সেলিম, রাকিবুল হক সিয়াম, মেহেদী হাসান মেহের।