দুর্গাপুর(নেত্রকোণা) প্রতিনিধি
মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযানকালে নেত্রকোণার দুর্গাপুরে মো. মোস্তফা (৩৫) নামে এক মাদকসেবীকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার কানিয়াইল আবাসন প্রকল্প থেকে তাকে আটক করা হয়। সে ধানশিরা গ্রামের মতিউর রহমানের ছেলে।
সেনাবাহিনী জানায়, কানিয়াইল এলাকায় মাদক সেবন ও কেনাবেচা হচ্ছে,এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার এর নেতৃত্বে বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে মাদক গ্রহণ অবস্থায় একজনকে আটক করা হয়। এসময় সেনাবাহিনীর অভিযান টের পেয়ে অন্য মাদকসেবীরা দ্রুত ওই এলাকা ত্যাগ করে।
মাদকসেবী মো. মোস্তফাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দশ দিনের জেল সহ অর্থদন্ড প্রদান করে তাকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার বলেন, আমাদের নিজস্ব গোয়েন্দা সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় একজনকে আটক করতে পেরেছি। আমাদের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেছে। মাদক ও চোরাচালান বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন,সেনাবাহিনী কর্তৃক মাদক সেবনকারীকে আটক করা হয়েছে,এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে মো. মোস্তফাকে দশ দিনের কারাদন্ড ও অর্থদন্ড দিয়ে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।