নাটোর প্রতিনিধিঃ
অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ৮ মার্চ শনিবার বেলা ১১ টায় নাটোর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়া প্রমুখ।
বক্তারা সমসাময়িক সময়ে নারীদের বৈষম্য বিষয়ে সজাগ থাকার জন্য এবং নারীদের অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহবান জানান। নারীর প্রতি সহিংসতা নির্যাতন বন্ধে সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানানো হয়।