মজিবর রহমান,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রবাসীদের হয়রানী বন্ধ এবং প্রবাসীদের পরিবারের সুরক্ষার দাবিতে সংবাদ সন্মেলন করা হয়েছে।
আজ বুধবার (৫ মার্চ) সকাল ১০ টায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খানে আয়োজনে পৌর শহরের কাতার প্যালেসে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সন্মেলনে জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সংসদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান বলেন, আমি একজন কাতার প্রবাসী।
আমার পিতাও এক সময় প্রবাসী ছিলেন। বিএনপির সমর্থক হওয়ায় আমার পিতাকে মঠবাড়িয়া আওয়ামীলীগের নেতারা বাসা থেকে ধরে নিয়ে একটি সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছিলেন। প্রবাসীরা প্রতিটি পদে পদে হয়রানির শিকার হচ্ছেন।
প্রবাসীরা হচ্ছে রেমিট্যান্স যোদ্ধা।প্রবাসীদের রেমিট্যান্সে দেশ পরিচালিত হচ্ছে।শুধু হয়রানি নয় মিথ্যা অভিযোগে প্রবাসীদের জেলে যেতে হচ্ছে।
অতি সম্প্রতি একটি ঠুনকো অভিযোগে মঠবাড়িয়া থানা পুলিশ টুকু ফরাজী ও ফেরদৌস নামে দু’জন প্রবাসী কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছেন।অথচ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীরাই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি অবিলম্বে থানা পুলিশকে রেমিট্যান্স যোদ্ধাদের অযথা হয়রানি না করার জন্য আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান মিল্টন, উপজেলা যুবদল নেতা তাহসিন জামান রোমেল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মনির, উপজেলা যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ হানিফ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ছগির মল্লিক প্রমুখ।