মোঃ জিয়াউল ফকির,পিরোজপুর প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত্তার খান (৬৮) নামে এক গৃহহীনকে বসত ঘর প্রদান করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান বুধবার (৫ মার্চ) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ ঘর হস্তান্তর করেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মাহবাবুর রহমান বলেন, গত ১০ বছর ধরে সাত্তার খান পরিবারটি দায়সাড়া খুটির ওপর পলিথিনের ছাপড়া দিয়ে বসবাস করে আসছিলেন। নতুন বসত ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে সাত্তার খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সকাল ১১ টায় মঠবাড়িয়া পৌর সভার সকল প্রকার টোল/ খাজনা মওকুপের জন্য সরকার নির্ধারিত টাকা মূল্যের দরপত্র জমা দেন এ আর মামুন খান খান। এসময় তিনি বলেন, আশা করছি জন সাধারণের সুবিধার কথা চিন্তা করে সকল রাজনৈতিক নেতা আমাকে সাপোর্ট দিবেন। তিনি আরও বলেন, তারেক রহমানের পক্ষ থেকে পৌর সভার খাজনা আমি ব্যক্তিগত ভাবে পরিশোধের উদ্যোগ নিয়েছি।
এর আগে সকাল ১০ টায় মঠবাড়িয়া প্রবাসীদের হয়রানি বন্ধ এবং প্রবাসীদের পরিবারের সুরক্ষার দাবীতে কাতার প্যালেস সরকারি কলেজ রোড নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান। সম্প্রতি ২ জন প্রবাসির বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবদল নেতা তাহসিন জামান রুমেল, ওহেদুজ্জামান মিল্টন, আসাদুজ্জামান মনির, আবু হানিফ হাওলাদার, ইউপি সদস্য মাহাবুর রহমান সহ যুবদল ছাত্রদল এর বিভিন্ন পর্যায়ের অর্ধ শতধিক নেতা কর্মী।