সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন চলবলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম মমিন ও লালমনিরহাট জেলা পরিষদের সাবেক সদস্য মোস্ফিতাফিজার রহমান বুলেট। সোমবার (৩ মার্চ) ইফতারের আগে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় দায়ী বলে অভিযোগ পাওয়ায় গোপন তথ্যের ভিত্তিতে এ কার্যক্রম করা হয়।
উভয়ের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা চলমান বলে তিনি উল্লেখ করেন। পুলিশের পক্ষ থেকে মামলার অন্যান্য পলাতক আসামীদের ধরতে তৎপরতা চলছে বলেও জানানো হয়।
গত ২৯ আগস্ট মুন্নার বাবা আব্দুল মজিদ রংপুর কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন। এতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার ছেলে ও ভাইসহ ১২৮ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ২৮ জানুয়ারি ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেনকে এবং ২৭ অক্টোবর নুরুজ্জামানের ভাই শামসুজ্জামান ভুট্টুকে গ্রেফতার করা হয়।
মুন্না হত্যাকাণ্ডে উত্তাল ছিল রংপুরের শিক্ষাঙ্গন। ক্যাম্পাসে বৈষম্যের প্রতিবাদে সোচ্চার ছাত্রনেতা মুন্নাকে গুলি করে হত্যার ঘটনায় দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
পুলিশের বরাত দিয়ে জানা গেছে, মামলার গভীরতর তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।