মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া মক্কা ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভাটার মালিক কে এক লাখ টাকা অর্থ দণ্ডাদেশ দিয়েছেন মোবাইল কোর্ট।
সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে ইট ভাটায় অভিযান চালিয়ে ইট ভাটার মালিককে এক লাখ টাকা অর্থ দন্ডাদেশ দেন সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম জানান, উপজেলার সাপলেজা ইউনিয়নে ইট ভাটায় ইট প্রস্তুতির কার্যক্রম চলমান রয়েছে, এমন একটি ইট ভাটায় আইন লঙ্ঘনের অপরাধে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।তিনি আরো জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।