নাটোর প্রতিনিধিঃ
তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বেলুন উড়ানো ও আলোচনা সভার সভার মধ্যে দিয়ে নানা আয়োজনে ৭ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস এর আয়োজনে ক্যালেক্টর ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ক্যালেক্টরেট ভবনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, নাটোর জেলা পুলিশ সুপার আমজাদ হোসেন পিপিএম, জেলা নির্বাচন কমিশনার নজরুল ইসলাম সহ সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন
২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। তবে পরের বছর ২০১৯ সাল থেকে এই ভোটার দিবস উদযাপনের তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়। বর্তমান সরকার অবাধ সুষ্ঠ জনগনকে উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।