মোঃ তানসেন আবেদীন, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
শহিদ তাজুল দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে শুক্রবার (১ মার্চ) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব।
সমাবেশে বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা এডভোকেট মন্টু ঘোষ, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম,
বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় সদস্যসচিব আবু হাসান টিপু, গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহসভাপতি অঞ্জন দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি গোলাম মোস্তফা সাচ, বিপ্লবী শ্রমিক সংহতির নেতা শহিদুল ইসলাম নাননু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক সংহতি জেলার সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বলসহ অন্যান্য শ্রমিক নেতারা।
বক্তারা বলেন, ১৯৮৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে আদমজী পাটকলে ধর্মঘট বানচাল করতে স্বৈরাচারী এরশাদ সরকারের পেটোয়া বাহিনী শ্রমিকদের ওপর হামলা চালায়। তারা তাজুলকে ছুরিকাহত করে, ১ মার্চ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শহিদ হন।
এই ঘটনার পর সারা দেশে শ্রমিকদের তীব্র আন্দোলনের মুখে সরকার স্কপের (শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ) ৫ দফা দাবি মেনে নিতে বাধ্য হয়। সেই থেকে ১ মার্চ শহিদ তাজুল দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
শ্রমিক নেতারা বলেন, নিত্যপণ্যের দাম বেড়েছে, কিন্তু শ্রমিকদের মজুরি বাড়েনি। শ্রমজীবী মানুষ এক দুর্বিষহ জীবনযাপন করছে। ৮৫% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করলেও দেশে ন্যূনতম মজুরি নিশ্চিত করার কার্যকর আইন নেই। শ্রমিকরা ন্যায্য অধিকার চাইলে দমন-পীড়নের শিকার হন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়।
নেতৃবৃন্দ বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। শহিদ তাজুলের আত্মত্যাগ শ্রমিক আন্দোলনের জন্য চিরদিন প্রেরণার উৎস হয়ে থাকবে।
সমাবেশের শুরুতে শহিদ তাজুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।