মোঃ জিয়াউল ফকির, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী থানায় দায়িত্ব অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তা ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই পলাশ সাহা, এএসআই মোহাম্মদ আলমগীর হোসেন, এএসআই মো. রুহুল আমিন, কনস্টেবল মোহাম্মদ আল মামুন ও কনস্টেবল মো. রেজাউল করিম।
পুলিশ সুপার জানান, বিস্ফোরণ মামলার আসামি ও ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল খান সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। সংবাদ পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তবে গ্রেফতারের খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং একপর্যায়ে হামলা চালিয়ে জোরপূর্বক হেলাল খানকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন জানান, আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।