মো:ফা রুক আহমেদ ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শিক্ষক সমিতির সামনে ট্রাক চাপায় মামুন (২৫)নামে কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত ব্যক্তি নাগরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে সুলতান মিয়ার ছেলে।
দুর্ঘটনায় আহত হয়েছে তারই বন্ধু ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার আনদাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে উষায়ির হোসেন রিয়েল।তারা দুজনে টাঙ্গাইল ব্যপারী পাড়া একই মেসে থাকতেন।
আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর দ্রত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৭টায়২৫ মিনিটে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতের বন্ধু খালিদ জানান, মোটর সাইকেল যোগে করটিয়া সাদত কলেজের শিক্ষার্থী মামুন,মাওলান মোহাম্মদ আলী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী উষায়ির হোসেন রিয়েল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া আনদাদিয়া গ্রামে বেড়াতে।
কলেজ ফেরার সময় ঘাটাইল উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শিক্ষক সমিতি সম্মখে পৌছালে পিছন দিক থেকে আনারস বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মামুন নিহত হয়।