আক্কাছ আলী (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
মুন্সিগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণ সহ দেশব্যাপী চুরি,ডাকাতি,ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার হাসাইল বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
মিছিলটি বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে হাসাইল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, আমাদের মুন্সীগঞ্জে মাত্র ৭ বছরের শিশু ধর্ষণ হচ্ছে শুধু তাই নয় একটি মাদ্রাসা পড়ুয়া পর্দাশীন নারীকেও তার মায়ের সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে স্বাধীন দেশে আমরা স্বাধীন ভাবে চলাফেরা করতে পারতেছিনা।
আমরা মনে করছি আমরা স্বাধীন কিন্তু পরিপূর্ণ ভাবে স্বাধীনতা পাইনি। আজও আমরা একা বের হতে পারছিনা। ছোট,বড় সকল নারীরাই অত্যাচারিত হচ্ছে।
এসময় তারা আরো বলেন, সরকার যদি ধর্ষকদের কঠোর শাস্তি না দেয় তাহলে দেশের লক্ষ লক্ষ নারীরা কঠোর আন্দোলন শুরু করবে।
হাসাইল বানারী ইউনিয়নের ছাত্র-সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্রপ্রতিনিধি ও সাধারণ জনতা।