মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ১৫ ব্যক্তিকে পুশ ব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাতের অন্ধকারে কাঁটাতার পার করে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়।পরে সকালে তারা কেদারগঞ্জ বাজার থেকে বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে য
পুশব্যাক হয়ে আসা ব্যক্তিদের মাধ্যমে জানা যায়, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে। পরে ভারতীয় আদালত অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা হয়এরা হচ্ছে- পাবনা জেলার চাটমোহর থানার বিশ্বনাথপুর গ্রামের জগতবন্ধু হালদারের ছেলে শিবাস হালদার (৫০) ও হরিদাস হালদার (২৪), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হরিশপুর গ্রামের শাহলাল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম(২০), একই গ্রামের বদর আলীর ছেলে আব্দুল্লাহ(২৭), নরেন্দ্রপুর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজীব আলী (২৩), আব্দুর রউফ এর ছেলে আক্কাস আলী(২৮), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সারেংপুর গ্রামের নুর ইসলামের ছেলে শাহিন আলী(২৭), পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার বালিয়াপাড়া গ্রামের ইসাহাক সিপাই এর ছেলে আজিল সিপাই(৪৫), মায়ানমারের বুতিডং জেলার থাং বাজার থানার মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা ও কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ১৬ নং ক্যাম্পের এইস -৩ ব্লকের বাসিন্দা আবুল পয়াস এর ছেলে রিয়াজ (২৪)সহ ১৫ জন।
সাজার মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বিএসএফ তাদেরকে কাঁটাতার পার করে দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। সীমান্ত পার হয়ে এসে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় অবস্থান করে। সকালে তারা বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যায়।