মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
স্থানীয় সরকার দিবস ২০২৫ নাটোরের নলডাঙ্গা উপজেলায় উপজেলা পরিষদ ও পৌর প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সূধীজন, সাংবাদিক সহ গুনীজনরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কিষোয়ার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার,যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মনোয়ার হোসেন প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে স্থানীয় সরকারের গুরুত্ব, জনগণের সেবা ও উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের দোরগড়ায় সেবা পৌঁছানোর মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ফজলুর রহমান, সাংবাদিকবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে অতিথিরা স্থানীয় সরকার দিবসের সবার মাঝে তুলে ধরে সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় সরকারের কার্যক্রমকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।