সিয়াম রহমান হিমেল,মির্জাগঞ্জ প্রতিনিধি :
চলমান অপারেশন ডেভিল হান্টে পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী সরকারি কলেজ শাখা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ও মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম রুবানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে রুবানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী (আশ্রাব ব্রিকফিল্ড সংলগ্ন) গ্রামের হারুন আর রশিদের পুত্র সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার আগে পশ্চিম সুবিদখালীর রুবানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মজিদবাড়িয়া ইউনিয়নের সংগঠিত চাঁদাবাজি,ভাঙচুর ও মারামারি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা মাহাবুব আলম রুবানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।