সাজেদুল ইসলাম,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ধর্ষণ, আইনশৃঙ্খলা অবনতি ও নৈরাজ্যের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল১১.৩০ ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ইবরাহিম খাঁ সরকারি কলেজ ঘুরে আবার উপজেলা পরিষদে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন,ধষকের ঠিকানা এই বাংলায় হবে না ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও শাস্তি দিতে হবে, আইনশৃঙ্খলা ঠিক করো, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ, পদত্যাগ চাই”—এমন দাবি জানিয়ে স্লোগান দিতে দেখা যায়।
এ সময় তারা আরো বলেন,দেশের বিভিন্ন স্থানে ঘটে চলা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় প্রশাসনের নিরবতা চরম হতাশাজনক। তাই ধর্ষকদের দ্রুত কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং আইনশৃঙ্খলার অবনতি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে, যতক্ষণ না সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়।