সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের মর্মান্তিক অভিযোগে স্থানীয় মসজিদের ইমাম ও ব্যবসায়ী নুর আমিন মুন্সি (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গড্ডিমারী ইউনিয়নের দোয়ানি গ্রামে শিশুটির বাড়িতে একা পেয়ে এই নির্মম ঘটনা ঘটান বলে অভিযোগ। স্থানীয়রা রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাঁকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করলে গ্রেফতার করা হয়।
জানা গেছে, শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে নুর আমিন শিশুটির বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর শিশুটিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ঘটনা জানাজানি হলে পরিবারের পক্ষে শিশুর বাবা হাতীবান্ধা থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। এদিকে, রোববার দুপুরে স্থানীয়রা নুর আমিনকে তার বাড়ি থেকে ধরে এনে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
নুর আমিন মুন্সি দোয়ানি গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মসজিদে ইমামতি ও সাধুর বাজারে কাঁচাবাজার ব্যবসার সঙ্গে যুক্ত।
স্থানীয় বাসিন্দা আয়নাল হক বলেন, ‘‘সম্মানিত পদে থাকা সত্ত্বেও তিনি এমন ঘৃণ্য অপরাধে জড়িয়েছেন। প্রমাণ পেয়েই আমরা তাঁকে পুলিশের কাছে ধরিয়ে দিই।’’
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী জানান, ‘‘মামলার অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’’
শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা অবনতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। পুলিশ মামলার তদন্ত জোরদার করেছে এবং দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছে।