আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবাদ ও বিচারের দাবিতে মুন্সীগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। রবিবার বিকাল ৪টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব ফটকে সর্বস্তরের ছাত্র-জনতা ও সংগ্রামী নারী সমাজের ব্যানারে ঘন্টাব্যাপি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয় জনসাধরণ।
এসময় ধর্ষণকারীদের দ্রুত আইনের আওয়াত এনে সর্বোচ্চ বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় সমাবেশকারীরা। তারা জানান, দেশে বিচারহীনতার চর্চা চলতে পারে, কোন ধর্ষকের ঠাই এদেশের মাটিতে হতে পারে না। যদি বিচার বিভাগ সঠিক ভাবে বিচার না করে তবে জনগণ ধর্ষকদের জন্য হারকিউলিশ চরিত্রে অবতীর্ণ হবে।
এমন ঘটনার আগেই যেখানে নারী নির্যাতনের ঘটনা ঘটবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। নারী-শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তরা।
সমাবেশ শেষে পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সুপার মার্কেট শহীদ চত্ত্বর সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।