ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
নান্দাইল প্রেসক্লাবের ১৭তম দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রঞ্জু
ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শনিবার (২২ ফেব্রুয়ারি) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সভা শেষে প্রেসক্লাব নির্বাচন কমিশন প্রধান ডাঃ ফখর উদ্দিন ভূইঁয়া আগামী ২ বছরের জন্য সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল (আমাদের সময়) সভাপতি, ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু (আমার দেশ) সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত ঘোষনা করেন।
১৭ সদস্য বিশিষ্ট কার্য্যকরি কমিটির অন্যান্যরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল (নিউ নেশান), সহ- সভাপতি (২জন) ইউসুফ আকন্দ মজিবুর (সংগ্রাম) ও মোঃ মঞ্জুরুল হক (দৈনিক বর্তমান), সিনিয়র যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু (দিনকাল), যুগ্ম সম্পাদক ৩জন যথাক্রমে রফিকুল ইসলাম রফিক (আজকের খবর), আবু হানিফ সরকার (দেশ রুপান্তর) ও
মঞ্জুরুল হক মঞ্জু (দৈনিক মানবকন্ঠ), অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল (ঢাকা প্রতিদিন), দপ্তর সম্পাদক মোঃ রমজান আলী (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাহিত্যে ও পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম শফিক (ভোরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া (দৈনিক নিরপক্ষে), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান বাচ্চু (কালের নতুন সংবাদ),
তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রভাষক এহসানুল হক তানভীর (খোলা কাগজ), নির্বাহী সদস্য ২জন যথাক্রমে আমিনুল ইসলাম আনজু ও মাহাবুব আলম খান (সময়ের কন্ঠ) ও অডিটর শাহ মোঃ জসিম উদ্দিন (জনতার কন্ঠস্বর)। এছাড়াও সাধারণ পরিষদের আরও ২৩ জন সাংবাদিক সদস্য রয়েছেন।