জুয়েল রানা রৌমারী,(কুড়িগ্রাম)
কুড়িগ্রামের রৌমারী উপজেলা শাখার জাতীয় নাগরিক কমিটির আয়োজনে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ ফেব্রুয়ারী রৌমারী বাজারের হাজি সুপার মার্কেট এর ২য় তলায় কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়, জুলাই- আগস্ট অভ্যুত্থানের আলোকে, নতুন রৌমারী, তথা নতুন বাংলাদেশ গড়ার কথা বলা হয়, দুর্নীতি মুক্ত রৌমারী গড়ার বিষয় বিস্তার আলোচনা করা হয়।দৈনিক সকাল কে এসব তথ্য জানানো হয়।
আলোচনা ও পরিচিতি সভায় যারা উপস্থিত ছিলেন, জোবায়েদুর রহমান- সাবেক যুগ্নসচিব ও রৌমারীর নাগরিক কমিটির প্রতিনিধি, সাজেদুল ইসলাম সবুজ- সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা,
আশরাফুল ইসলাম- নাগরিক কমিটির প্রতিনিধি, রুহুল আমিন- নাগরিক কমিটির প্রতিনিধি, গোলাম শহীদ- নাগরিক কমিটির প্রতিনিধি, আমির হামজা সাগর- সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখাসহ আরও অনেকে।