মজনুর রহমান আকাশ, মেহেরপুর) প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারনা উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গাংনীর সহযোগীতায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হযগাংনী উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার নাদির হোসেন শামীম, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা আইসিটি অফিসার মোঃ আব্দুর রকিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠিানের শিক্ষার্থীবৃন্দ উপস্থি ছিলেন।