জাবের হোসেন (ফটিকছড়ি প্রতিনিধি)
ফটিকছড়ি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ও জুলাই বিল্পবে আআন্দোলনকারী সংযুক্ত আরব আমিরাতে সাজা প্রাপ্ত প্রবাসীদের সংবর্ধনা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির ফটিকছড়ি উপজেলার প্রতিনিধিরা।
গতকাল বিকাল ৩ টায় উপজেলার সানমুন কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুহাম্মদ একরামুল হক, দাউদুল করিম, সিকদার, নূর কবির রাশিক, ফরহাদ সবুজ, রেজাউল করিম, কামরুল হাসান, আকিব, সরোয়ার, সুমন, মামুন এর ব্যবস্থাপনায় ও জাবের হোসেন এর সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠান ও প্রতিনিধি সভা সম্পন্ন হয়েছে । উল্লেখ যে সংযুক্ত আরব আমিরাতে জুলাই বিল্পবে আন্দোলনকারী ৫৪ জন বাংলাদেশিদের মধ্যে ১৪ জন প্রাবাসী ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
এদের মধ্যে শেখ মুহাম্মদ সুমন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রধানে বলেন ” আমি শুরুতে জাতীয় নাগরিক কমিটির ফটিকছড়ি উপজেলার সকল প্রতিনিধিদের কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করছি এমন একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সংবর্ধনা দেওয়ার জন্য। আসলে আপনার সকলে জানেন জুলাই বিল্পবের সময় ফ্যাসিস্ট হাসিনা আমাদের ছাত্র ভাইদের উপর কিভাবে নির্বিচারে খুন করেছে, যা দেখে আমরা প্রবাসের সকল আইন অমান্য করে জীবন জীবিকার ঝুঁকি নিয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি। আজ যদি ফ্যাসিস্ট হাসিনার পতন না হত তাহলে আমারা আজীবন জেলে কাটাতাম, আমার নিজের ও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমাদের পরিবারকে এই কষ্টের গ্লানি টানতে হত”।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে চট্রগ্রাম মহানগর কেন্দ্র থেকে আগত জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি রাফসান জনি, তানজিদ রহমান ও উপজেলা সকল প্রতিনিধিদের প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে প্রতিনিধি সভা সমাপ্তি হয়।