সোহেল রানা, সিংগাইর প্রতিনিধি
সিংগাইর উপজেলার ঐতিহ্যবাহী কোরিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৪-২৫ সালের লটারি ও ইউবিটি পরিক্ষায় উত্তর্নী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারী ( বৃহস্পতিবার) সন্ধ্যা ৬:৩০ মিনিটে উপজেলার ভূমদক্ষিন বাজারে কোরিয়ান ল্যাংগুয়েজ স্কুল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে ১৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
মো: ফয়সাল আহমেদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও কোরিয়া প্রবাসী মো: সামসুদ্দিন বাবু,
বিশেষ অতিথি ছিলেন ভূমদক্ষিন বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মো: আবুল কাশেম মোল্লা, ভূমদক্ষিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি শরিফুল ইসলাম,বি এর টি এর উপ-পরিদর্শক মো: শহিদুল ইসলাম, ব্যাংক এশিয়া কর্মকর্তা আশরাফা সিদ্দিক, কোরিয়ান ল্যাংগুয়েজ শিক্ষক আবু সায়েম, কোরিয়া প্রবাসি মো: হাসানুজ্জামান প্রমুখ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠতা পরিচালক
মো: আসাদুজ্জামান ছহির ভার্চ্যুয়াল স্বাগত বক্তব্যে বলেন, ২০১৪ সালে আমার এই প্রতিষ্ঠান স্থাপিত হয়ে আজ পর্যন্ত সুনামের সাথে কোরিয়ান ভাষা শিক্ষা দিয়ে আসছে এখান থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী কোরিয়াতে গিয়ে নিজে সচ্ছল হয়ে এলাকার অনেক উন্নয়নমুখি কাজে অংশগ্রহণ করছে , এই প্রতিষ্ঠান টাকার জন্য করা হয় নাই দেশের মানুষকে মানব সম্পদে পরিনিত করায় মূল লক্ষ, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়,আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়। কোরিয়ান ল্যাংগুয়েজ স্কুল থেকে শিক্ষা অর্জন করে অনেকেই আজ দক্ষিন কোরিয়ার বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত আছেন এবং সততার সাথে জন্য কাজ করছেন।
প্রধান অতিথির বক্তব্যে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মো: সামসুদ্দিন বাবু বলেন,সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দক্ষিন কোরিয়া গিয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে।একটি গ্রাম থেকে যদি ১০ টি ছেলে কোরিয়াতে কাজের সুযোগ পায় তাহলে সেই এলাকা খুব তারাতারি দারিদ্র্য মুক্ত হতে পারবে, এবং সমাজের উন্নয়নে অনেক সহায়তা করতে পারবে, তিনি উপস্থিত সকল শিক্ষার্থীদের লক্ষ্য করে বলেন আজ যারা এখানে সংবর্ধিত হচ্ছে আগামীতে যেন এই স্টেজে এসে আপনারাও সংবর্ধনা নিতে পারেন সেই লক্ষ্যে সকলকে পরাশোনা করতে হবে।
এসময় প্রাক্তন কৃতি শিক্ষক হিসেবে বর্তমান কোরিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার রায়হান সারোয়ার, মো: সোহেল রানা ও বর্তমান শিক্ষক মো: সাঈম আহমেদ ও মনির হোসেন কে সংবর্ধনা দেয়া হয়।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?