সাব্বির হোসেন, লালমনিহাট প্রতিনিধি
লালমনিরহাটে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল মোকাদ্দেমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গতকাল সকালে হাসপাতালের সামনে মহাসড়কে এক ঘণ্টা মানববন্ধন করেন ভুক্তভোগী রোগী ও সচেতন নাগরিক সমাজ। তারা তত্ত্বাবধায়কসহ আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সামিরা হোসেন চৌধুরীর দ্রুত অপসারণের দাবি জানান।
আন্দোলনকারীরা জানান, হাসপাতালে রোগীদের ওষুধ চুরি, নিম্নমানের খাবার পরিবেশন, টেন্ডার বাণিজ্য ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে। রোগীদের পথ্যের পরিমাণ অর্ধেক করে দেয়া, দেশি মুরগি ও রুই মাছের পরিবর্তে বয়লার মুরগি ও ব্রিগেট মাছ দেয়া এবং গন্ধযুক্ত খাবার পরিবেশনের ফলে রোগীরা ক্ষুব্ধ। এছাড়াও রোগীদের ক্লিনিকে নিয়ে যাওয়ার বিনিময়ে অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে।
পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুস সালাম জানান, তত্ত্বাবধায়ক মোকাদ্দেম প্রতিদিন দুর্নীতির অশ্রয় নিচ্ছেন। তাকে দ্রুত প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। জনগণের দাবি হচ্ছে, এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের অবিলম্বে পদচ্যুত করা হোক।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?