শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নির্বাহী অফিসার এর নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী

হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা তালা উপজেলার ইউএনও শেখ রাসেলের বিরুদ্ধে, কালবেলা অনলাইন পোটল কর্তৃক মিথ্যা সংবাদ পরিবেশন করায়, ফুসে উঠেছে তালা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ উপজেলার জনসাধারণ ৷ ঘটনার বিবরণে তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন বলেন,গত রবিবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্তৃক, পত্রিকায় হাটবাজার ইজারা […]

প্রতিনিধি ডেস্ক

১১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২২

হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা তালা উপজেলার ইউএনও শেখ রাসেলের বিরুদ্ধে, কালবেলা অনলাইন পোটল কর্তৃক মিথ্যা সংবাদ পরিবেশন করায়, ফুসে উঠেছে তালা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ উপজেলার জনসাধারণ ৷

ঘটনার বিবরণে তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন বলেন,গত রবিবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্তৃক, পত্রিকায় হাটবাজার ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের জন্য, তালা এবং পাটকেলঘাটার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদেরকে ডাকা হয়, সেই প্রেক্ষিতে প্রায় ৩০ জন সাংবাদিকের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল লটারির মাধ্যমে পত্রিকা নির্বাচন করেন ৷ 

এ সময় তালার কালবেলা পত্রিকার তালা প্রতিনিধি সাংবাদিক এম শাহিনুর রহমান তার পত্রিকায় দেওয়ার জন্য জোর দাবি করেন, কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এটি লটের মাধ্যমে সম্পন্ন করা হবে, যার নাম লটারিতে উঠবে সেই পত্রিকা বিজ্ঞাপন যাবে, এ সময় কালবেলা সাংবাদিক কে এম শাহিনুর রহমান তার পত্রিকায় দেওয়ার জন্য ইউএনও সাহেবকে বলেন, তখনো লটারি সংগঠিত হয়নি, তিনি কোন কিছু না বুঝে কালবেলার অফিস কর্তৃক ইউএনও সাহেবের কাছে ফোন করান ৷ এ সময় উপস্থিত সকল সাংবাদিক বিব্রত বোতসহ অসম্মান বোধ করেন, এর ভিতর স্থানীয় সাংবাদিকদের মধ্যে কয়েকজন প্রতিবাদ করেন ৷

উপজেলা নির্বাহী অফিসার সকলকে ধৈর্য ধরার অনুরোধ করেন ৷ বিষয়টি তখনই মিটে যায়, এ সময় উপস্থিত সকল সাংবাদিকের মতামতের ভিত্তিতে অত্যন্ত সুক্ষ সঠিকভাবে লটারি করা হয় ৷ তালা ইউএনও কর্তৃক কালবেলা সাংবাদিককে কোন প্রকার হেনেস্তা করা হয়নি ৷ এ ঘটনায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সুশীল সমাজ, সকল সাংবাদিকবৃন্দসহ উপজেলা সকল পর্যায়ের জনগণ কালবেলা অনলাইনে সংবাদ প্রকাশিত হওয়ায় নিন্দা প্রতিবাদ জানান ৷

জানা যায়, কালবেলা পত্রিকার সাংবাদিক নামধারী কে এম শাহিনুর রহমান তথাকথিত চরমপন্থী ক্যাডার, ১৯৯০ সালের দিকে তালা উপজেলায় সন্ত্রাসীদের অভয়ারন্য তৈরি হয়। এসময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের কে. এম. শাহিনুর রহমান তালায় এসে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির ক্যাডার হিসেবে বিভিন্ন স্থানে চাঁদাবাজী, ডাকাতি, ঘের দখল,

ছিনতাই সহ নানাবিধ অপরাধে লিপ্ত হয়। বিগত কিছুদিন ধরে সে বর্তমান সরকার ও বৈষম্য বিরোধি আন্দোলনের ছাত্রদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এলাকার আইন শৃঙ্খলা অস্থিতিশীল করে তোলার চেষ্টা শুরু করেছে। তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ অতিষ্ঠতলা উপজেলার মানুষ ৷

এসব বিষয়ে তালায় কর্মরত দৈনিক ইনকিলাবের সাংবাদিক জাহাঙ্গীর হোসেনসহ একাধিক সাংবাদিক জানান, চরমপন্থী ক্যাডার ও পেশাদার চাঁদাবাজ শাহিনুর রহমান নিজ এলাকা থেকে বিতাড়িত হয়ে তালায় এসে কৌশলে সাংবাদিকের সাইন বোর্ড ধারন করে,

নানান অপরাধ ঘটিয়ে এখানকার আইন-শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। সাংবাদিক পরিচয়ে সে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে বেপরোয়া চাঁদাবাজী, সাতক্ষীরা জেলা পরিষদের গাছ চুরি, নিরিহ ও সম্মানিত মানুষদের অসম্মানিত করে টাকা হাতিয়ে নেয়া সহ নানান অপরাধ করে এখানকার সাংবাদিকদের ভাবমূর্তী ক্ষুন্ন করছে ৷ 

তার অত্যাচারে সাংবাদিক সমাজ এবং সাধারন মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। 

এবিষয়ে তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন জানান, কে. এম. শাহীনুর রহমান একজন পেশাদার চাঁদাবাজ, চরমপন্থী দলের ক্যাডার ও প্রতারক। আমাদের রিপোর্টার্স ক্লাবে একসময় সরল বিশ্বাসে তাকে সদস্য করা হয়। পরে তার অপরাধমুলক কাজের বিষয় জানতে পেরে ক্লাব থেকে শাহিনকে স্থায়ী বহিস্কার করা হয়েছিল। বর্তমানে সে তালার অন্য একটি সাংবাদিক সংগঠনের সাথে জড়িত

এ বিষয়ে তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ বলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ রাসেল অত্যন্ত ভালো মনের মানুষ, তার বিরুদ্ধে এমন অভিযোগ মেনে নেওয়া যায় না, আমি কালবেলার প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,

এবিষয়ে তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামিম খান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু সহ তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা বলেন, কালবেলার সাংবাদিক কে. এম. শাহীনের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে।

নিজ স্বার্থ উদ্ধার করতে না পেরে তালা উপজেলার একজন দক্ষ, সৎ, নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল এর বিরুদ্ধে মিথ্যা ও বানোযাট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট,  

আমরা উক্ত সংবাদেরর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ৷

এ বিষয়ে তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহিদুর রহমান বলেন, তালা উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল অত্যন্ত ভালো মানুষ, তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় আমি খুবই মর্মাহত হয়েছি, ইউএনও সাহেবের বিরুদ্ধে এমন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,

সারাদেশ

১৬ বছর চাকুরিচ্যুত পুলিশ কর্মকর্তা অপারেশন ডেভিল হান্টের নেতৃত্বে

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে বলেছেন,অপারেশন […]

নিউজ ডেস্ক

০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২০:৪৬

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে বলেছেন,অপারেশন ডেভিল হান্ট শুরু।

এই অপারেশনের নেতৃত্বে রয়েছেন ১৬ বছর চাকুরিচ্যুত থাকার পর চাকরি ফিরে পাওয়া এক পুলিশ কর্মকর্তা।

সারাদেশ

সেই ৩ ডাকাতের মিলেছে পরিচয়

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আত্মসমর্ণ করা ডাকাতরা হলেন- শারাফাত, শিফাত ও নিরব। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এতথ্য নিশ্চিত করেছেন। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ভবনের নিচতলার বরিশাল ফার্মেসি মালিক ও প্রত্যক্ষদর্শী […]

নিউজ ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আত্মসমর্ণ করা ডাকাতরা হলেন- শারাফাত, শিফাত ও নিরব।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ভবনের নিচতলার বরিশাল ফার্মেসি মালিক ও প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের চিল্লাচিল্লি শুনে এগিয়ে এসে দেখি ব্যাংকে ডাকাত ঢুকেছে। এসময় ব্যাংকের গেট ও জানালা বন্ধ করে দেওয়া হয়।

তিনি জানান, আটক তিন ডাকাতের বয়স ১৮ থেকে ২০ হবে। জানালা দিয়ে সবাইকে বন্দুক উঁচিয়ে হুমকি দেয়। সবার মুখে মাস্ক ছিলো। হাতে অস্ত্র ছিলো।

এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলেন ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রাখে।

জানা গেছে, ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে। এ সময় নিরাপত্তার স্বার্থে ব্যাংক–সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সন্ধ্যার দিকে আত্মসমর্পণ করে তারা।

 

সারাদেশ

নাটোরে ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন

মনিরুল ইসলাম ডাবলু, (নাটোর প্রতিনিধি): নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনে যাত্রাবিরতি অবস্থায় আকস্মিকভাবে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুই বগির মাঝখানে হুকটি ভেঙ যায়। এতে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। নতুন হুক লাগিয়ে ও সংযোগ স্থাপনের পর এক ঘন্ট বিলম্বে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ […]

নিউজ ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৩

মনিরুল ইসলাম ডাবলু, (নাটোর প্রতিনিধি):
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনে যাত্রাবিরতি অবস্থায় আকস্মিকভাবে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুই বগির মাঝখানে হুকটি ভেঙ যায়। এতে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নতুন হুক লাগিয়ে ও সংযোগ স্থাপনের পর এক ঘন্ট বিলম্বে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টা ১০ মিনিটে মাধনগর রেলওয়ে স্টেশনের ৩ নং লাইনে এ ঘটনা ঘটে।
অপর লাইনগুলো সচল থাকায় অন্যান্য ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি।
মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ উজ্জ্বল আলী এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ১২ টা ১০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনের ৩ নং লাইনে প্রবেশ করে।
স্টেশন বিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের (ঝ) বগি ও (ঞ) বগির মাঝখানের সংযোগ হুক ভেঙে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মেরামত শেষে দুপুর সোয়া ১ টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।