আজাদ শিবলু, নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি:
নোয়াখালী সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি, এস এফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দা শারমিন আক্তারের সংবর্ধনা ও কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মাওলানা নুরুল হুদার সভাপতিত্ব সংবর্ধিত অতিথির বক্তব্যে সৈয়দা শারমিন আক্তার বলেন ১৯৯৩ সালে আমাদের এলাকার সম্মানিত ব্যক্তিরা অনেক পরিশ্রম ও মেধা কাজে লাগিয়ে প্রতিষ্ঠা করেছিল বাতাকান্দি আদর্শ স্কুল। পরবর্তীতে এটিকে কলেজে উন্নতি করা হয়। এ প্রতিষ্ঠানে যারা আমাকে সভাপতি হিসেবে পছন্দ করেছেন, সিলেক্টেড করেছেন আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকব। সেনবাগ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হবে আমাদের এই প্রাণের প্রতিষ্ঠান। প্রিয় অভিভাবক ও এলাকাবাসির কাছে আমার অনুরোধ আমাদের এ প্রতিষ্ঠান ডেভেলপমেন্টে এবং আপনাদের সন্তানদেরকে সত্যিকারে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের সুযোগ দিবেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট নারী উদ্যোক্তা তামান্না ফারুক থীমা। এসময় বকুল আলম মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন,টপ ষ্টার গ্রুপের কর্ণধার লায়ন সৈয়দ হারুন এমজেএফ, পেস সলিউশনের চীফ এক্সিকিউটিভ অফিসার মেজর (অব:) খোন্দকার মো: সাজ্জাদুল ইসলাম, সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার ফাহমিদা আখতার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলা আমির মাওলানা ইয়াছিন করিম, টপ স্টার গ্রুপের পরিচালক লায়ন এবি এম শাহাদাত হোসেন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও লায়ন আবদুস ছাত্তার, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন, চাচুয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন, সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?