নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
ট্রেনের টিটি সেজে যাত্রীদের কাছ থেকে টাকা উঠানোর সময় উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে এক প্রতারক কে আটক করে নরসিংদী রেলওয়ে স্টেশনে গণধোলাই দিয়েছে যাত্রীরা।
গনধোলাই এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। শনিবার ( ০৮ ফেব্রুয়ারি ) বিকেলে নরসিংদী রেলস্টেশনে এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও টিতে দেখা যায় নরসিংদী রেলস্টেশনে দুই নাম্বার প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের পাশেই প্রতারক ঐ এক ব্যাক্তিকে গন ধোলাই দিচ্ছে জনতা।
যাত্রীরা জানায়, বিমান বন্দর স্টেশন ছেড়ে আসার পর থেকেই ঐ ব্যাক্তি নিজেকে টিটি পরিচয় দিয়ে এক বগীতে যাত্রীদের টিকেট চেক করার সাথে সাথে টাকা চাইছিলেন। অনেকে ভূয়া টিটিকে টাকা দিয়েও দেয়। পরে সন্দেহ হলে কয়েকজন তরুন তাকে প্রশ্ন শুরু করলে ধরা পরে সে একজন প্রতারক।
পরে ট্রেনটি নরসিংদী স্টেশনে যাত্রা বিরতি দিলে তাকে নামিয়ে গন ধোলাই দেয় যাত্রীরা। পরে রেলওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে এবং ঐ প্রতারক কে ফাড়িতে নিয়ে যায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে এক প্রতারক কে আটক করে স্টেশনে নামিয়ে গণধোলাই দেয় যাত্রীরা। পরে তাকে আটক করা হয়।