মোঃ তানসেন আবেদীন, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, “কিছুদিন যাবত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের আস্ফালন আমরা দেখছি। কিন্তু ছাত্র-জনতা জুলাই-আগস্টেই তাদের সেই সুযোগ দেয়নি, বর্তমান বাংলাদেশেও দেবে না।”
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “গত দুইদিনে সাধারণ জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, আমাদের কিছু বলতে হয়নি। আমরা সাংগঠনিকভাবে কিছুই করিনি, তবু জনগণ দেখিয়ে দিয়েছে তারা কী চায়। আমরা সবাইকে শান্ত থাকার জন্য বলেছি, কিন্তু আমাদের উস্কানি দেওয়া হচ্ছে, নিরাপত্তাহীনতায় ফেলা হচ্ছে, আমাদের ভাই-বোনদের ওপর হামলার চেষ্টা করা হচ্ছে। তাহলে ছাত্র-জনতা কি ঘরে বসে থাকবে?”
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আমরা দেখছি, মামলা হচ্ছে কিন্তু কেউ গ্রেফতার হচ্ছে না, বিচার কার্যক্রম শুরু হচ্ছে না। অথচ ফ্যাসিবাদীরা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, ছাত্র-জনতার ওপর হুমকি সৃষ্টি করছে। প্রশাসনের কোনো উদ্যোগ নেই। প্রশাসনকে জানিয়ে দিতে চাই, ৫ আগস্টের পরের বাংলাদেশ আর আগের মতো নেই। ফ্যাসিবাদের দোসরদের ছায়াতলে রেখে প্রশাসন চালানোর দিন শেষ।”
তিনি আরও বলেন, “আমরা কোনো ধরনের অস্থিতিশীলতা চাই না, আইনশৃঙ্খলার অবনতি চাই না। তবে প্রশাসন যদি নিরব থাকে, তাহলে ছাত্র-জনতা তার উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে।”
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, “আমরা শুধু আগামী নির্বাচন নয়, পুরো বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাই। কারণ, আমাদের ভাইদের ওপর, বিপ্লবী কর্মীদের ওপর, সাধারণ ছাত্র-জনতার ওপর যে হামলা হচ্ছে, তার কোনো আইনি প্রতিকার দেখা যাচ্ছে না। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা এই বাংলাদেশ চাই না।”
তিনি বলেন, “আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করুন, যারা জনতার ওপর গুলি চালিয়েছে, আমার ভাই-বোনদের পঙ্গু করেছে, তাদের বিচারের আওতায় আনুন। অন্যথায়, আমরা জানি কীভাবে আপনাদের ঘুম ভাঙাতে হয়।”
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, সদর থানা প্রতিনিধি সদস্য আহমেদুর রহমান তনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, সদস্যসচিব জাবেদ আলম, যুগ্ম আহবায়ক পিয়াল, শাকিল সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব নাজমুল ইসলাম প্রমুখ।