সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম সজিবকে গ্রেপ্তার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হাটখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারের এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ তৈরি হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, “সজিবের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তদন্তের জন্য তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা নথিভুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম সজিব হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা।
তার রাজনৈতিক প্রভাব ও সম্পৃক্ততা নিয়ে স্থানীয়দের মধ্যে বহুদিন ধরে নানা প্রশ্ন ছিল বলে অভিযোগ রয়েছে।
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তিকে অপরাধ সংঘটনের “যুক্তিসঙ্গত সন্দেহ” থাকলে তাকে গ্রেপ্তার করা যায়। তবে এ ধারায় আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে প্রেরণ বাধ্যতামূলক। অন্যদিকে, ১৫৪ ধারা মোতাবেক, থানায় অপরাধের তথ্য পেলে বা লিখিত/মৌখিক অভিযোগ এলে মামলা রুজু করতে হয়। পুলিশ এখনো সজিবের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত এবং চুক্তিভিত্তিক সরকারি প্রকল্পে কাজ করেছেন। সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচকরা বহুবার দুর্নীতির ইঙ্গিত দিয়েছেন। তবে পুলিশের দাবি, অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তই এখানে মুখ্য।