শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১০ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

কুয়াকাটায় শুভ উদ্ধোধন হলো আইকনিক এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:১৬

কুয়াকাটায় শুভ উদ্ধোধন হলো আইকনিক এক্সপ্রেস
সাইফুল ইসলাম সাগর, কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ
সূর্য উদয় সূর্যাস্তের বেলা ভুমি খ্যাত সাগর কন্যা কুয়াকাটায় দিন দিন বেড়েই চলেছে পর্যটক।পর্যটকদের পাশাপাশি বেড়েছে এই জন পদের ব্যাবসা-বাণিজ্য।
পর্যটক, ব্যাবসায়ী ও সাধারন যাত্রীদের জন্য কুয়াকাটায় এই প্রথম অত্যাধুনিক সুযোগ সুবিদা সম্পন্ন বাস আইকনিক এক্সপ্রেস।
১৫ ডিসেম্বর রবিবার কুয়াকাটা  ইয়ুথ ইন পর্যটন হলিডে হোমস এর হল রুমে আইকনিক এক্সপ্রেসের চেয়ারম্যান বনি আমিন ফকির আইকনিক এক্সপ্রেস কুয়াকাটা-বরিশাল-ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচলের উদ্ধোধন করেন।উদ্ধোধন উপলক্ষে আগামি ১ মাসের জন্য ২০% ছাড় দেয়ার ঘোষনা দিয়েছেন।
আইকনিক এক্সপ্রেসের সিও মাওলানা ইব্রাহীম হোসাইন জানান, হাফেজ,মাওলানা মাদ্রাসা শিক্ষকদের জন্য ৪০% শতাশং ডিসকাউন্ট থাকবে।
উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কুয়াকাটা পৌর বি এন পির সাধারন সম্পাদক মতিউর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান আইকনিক এক্সপ্রেসের জি এম ইউসুপ চৌধুরী কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হোসাইন আমির,  সাংবাদিক আব্দুল্লাহ মানিক, মোঃরাকিব,রুবেল মোল্লা, সাইফুল ইসলাম, মোঃ গনি মিয়া,  সহ কুয়াকাটার ব্যাবসায়ী,ও আইকনিক এক্সপ্রেসের পরিচালক বৃন্দ,ইনচার্জগন।
আইকনিক এক্সপ্রেসের ডিরেক্টর ওয়ালীউল্লাহ জানান, আমরা যাত্রি সেবা দিতে অঙ্গিকার বদ্ধ।যাত্রীদের জন্য নিরাপদ, দ্রুত এবং আরামদায়ক ভ্রমন,আধুনিক প্রযুক্তি সেবা,সাশ্রয়ী মূল্যে উচ্চমানের পরিষেবা, ওয়াই-ফাই সুবিধা, চার্জিং পোর্ট,কলিংবেল,স্ন্যাক্স হোটেল ও নামাজের বিতরি থাকবে।
সম্মান জনক রাজকীয় ভ্রমনে আস্থার ঠিকানা এই স্লোগান নিয়ে এগিয়ে যাবে আইকনিক এক্সপ্রেসে। দোয়া মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বনি আমিন ফকির।

এ সম্পর্কিত আরো খবর