সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ যুবদলের দুই নেতাকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন— ভোটমারী বাজারের ভুট্টা ব্যবসায়ী ও সদ্য বিলুপ্ত জেলা যুবদল কমিটির সমাজকল্যাণ সম্পাদক আহসান শহীদ সোহরাওয়ার্দি (৩৫) এবং একই এলাকার যুবদল কর্মী গোলাম রব্বানী (৩০)।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় লালমনিরহাট সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রওনক শাহারিয়ারের নেতৃত্বে যৌথবাহিনী ভোটমারী বাজারের বজলার রহমান শিশু নিকেতন মোড় সংলগ্ন আহসানের অফিসে অভিযান চালায়।
গোপন সূত্রে জানা যায়, এ অফিসে মাদক ও অস্ত্রের অবৈধ লেনদেন চলছে। অভিযানে আহসানের প্যান্টের পকেট থেকে ৪ পিস ইয়াবা ও রব্বানীর কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের তথ্য অনুযায়ী শয়নকক্ষের খাটের নিচ থেকে প্লাস্টিকের ব্যাগে দেশীয় অস্ত্র— রাম দা, চাইনিজ কুড়াল, স্টিলের চাপাতি, হাসুয়া ও ধারালো ছোরাসহ মদের বোতল পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আহসান শহীদ ভুট্টার ব্যবসার আড়ালে তার অফিসকে টর্চার সেল হিসেবে ব্যবহার করতেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি ভোটমারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। পরবর্তীতে গোপনে যুবদলের পদ লাভ করেন।
আওয়ামী লীগের আমলে তিনি দলটিতে যোগদান করে নিজেকে “সাবেক সমাজকল্যাণমন্ত্রীর লোক” বলে পরিচয় দিতেন। আওয়ামী লীগের পতনের পর পুনরায় যুবদলের সাবেক নেতা হিসেবে এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন।
কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গির আলম আঙুর জানান, আহসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, “আহসান গোপনে জেলা কমিটির পদ দখল করেছিল। তার কার্যক্রম দলীয় নীতির পরিপন্থী”। সদ্য বিলুপ্ত জেলা যুবদলের সম্পাদক হাসান আলী জানান “আহসানকে বহিষ্কারের পর তার কোনো পদবি নেই”।
কালীগঞ্জ থানার এসআই ছানারুল হক অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। ওসি সেলিম মালিক জানান, “আহসান দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে”। বর্তমানে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও কিছু স্থানীয় অভিযোগ করেন, “আহসানের মতো রাজনৈতিক সংযোগযুক্ত অপরাধীরা বারবার ফিরে আসে”। পুলিশ ও যৌথবাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি জানান তারা।