নাটোর প্রতিনিধিঃ
“জান্নাতি প্যালেস” নামে নাটোর -২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে ভাংচুর -অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। বুধবার(৫ ফেব্রুয়ারী) রাত ১২ টায় শহরের কান্দিভিটায় সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে ছাত্র-জনতার মিছিল গিয়ে আগুন লাগিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১১ টার দিকে নাটোর শহরের কানাইখালি পুরনো বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে মাইক নিয়ে মিছিল সহ শিমুলের বাড়িতে যায়। পরে তারা বাড়িতে আগুন লাগিয়ে ভাংচুর ও গান বাজিয়ে উল্লাস করে। প্রায় ঘন্টাব্যাপী সেখানে অবস্থান শেষে ফিরে যান তারা।
সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িটিতে আসলে তেমন কিছুই নেই। খবর পেয়েছি সেখানে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে উৎসুক কিছু জনতাও ছিল। সেখানে ডিজে পার্টি করার খবরও শুনেছি।
উল্লেখ্য গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও আলোচিত এই “জান্নাতি প্যালেস” এ বিক্ষুদ্ধ ছাত্র-জনতা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। তখন ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।