ইরানে সম্ভাব্য পারমাণবিক হামলার জবাবে পাকিস্তান ইসরায়েলকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে—এমন খবর সোমবার (১৬ জুন) দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সরকার। তবে একইসঙ্গে ইসরায়েলকে ‘পাকিস্তানের দিকে তাকানোর সাহস না করার’ কঠোর বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।
মঙ্গলবার (১৭ জুন) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের সিনেটে দেয়া বক্তব্যে ইসহাক দার বলেন, “ইসরায়েলে হামলার বিষয়ে একজন ইরানি জেনারেলের নামে যে খবর ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
তিনি বলেন, “পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি আমাদের জাতির অহংকার এবং এটি শুধুমাত্র আত্মরক্ষার জন্য তৈরি করা হয়েছে। এই কর্মসূচি আমরা বিপুল ত্যাগের মাধ্যমে অর্জন করেছি।”
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, “বর্তমান বিশ্বে বিভ্রান্তিকর ও ভুয়া খবর ছড়ানো একটি গুরুতর সমস্যা। অনেক সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও বানানো হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি এআই-নির্ভর ভিডিও এর উদাহরণ।”
এ ধরনের ভুল তথ্যের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যুদ্ধ কোনো রসিকতা নয়। গুজবের ভিত্তিতে কোনো পক্ষ যেন উত্তেজনা না বাড়ায়।”
তবে আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, সে বিষয়টি স্পষ্ট করেন ইসহাক দার। তিনি বলেন, “পাকিস্তানের আত্মরক্ষার ক্ষমতা রয়েছে এবং কোনো কুৎসা রটানো হলে উপযুক্ত জবাব দিতে আমরা প্রস্তুত।”
ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমাদের বার্তা খুব পরিষ্কার—পাকিস্তানের দিকে তাকানোর সাহস করো না।”
এই বক্তব্য পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে ভুয়া তথ্যের প্রেক্ষিতে তৈরি হওয়া সাম্প্রতিক উত্তেজনার রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও স্পষ্ট করে তোলে।

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?