সাব্বির হোসেন, লালমনিরহাট:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাবুর কামাত এলাকায় বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রেনুকা বেগম (৪০) নামে এক তিন সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বড় ছেলে সাগর মায়ের ফোন বন্ধ পেয়ে বাড়িতে গিয়ে তালাবন্ধ ঘরে মায়ের লাশ দেখতে পান। পরে তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন।
পরিবার সূত্রে জানা যায়, রেনুকার স্বামী হাফিজার রহমান ২০০৯ সালে মারা যাওয়ার পর তিনি চট্টগ্রামে চলে যান। ২০২০ সালে পাটগ্রামে ফিরে এসে ২০২৩ সালে জবেদুল নামের এক যুবককে বিয়ে করেন।
বর্তমানে তারা পাটগ্রাম পৌরসভার ১ নং ওয়ার্ডের মিন্টু মিয়ার বাড়িতে বসবাস করছিলেন। রবিবার (২ ফেব্রুয়ারি) রেনুকা ও তার বর্তমান স্বামী সাবেক স্বামীর বাড়িতে উঠেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড হতে পারে। পাটগ্রাম থানার ওসি আশরাফুজামান সরকার সুমন জানিয়েছেন, নিহতের ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে এবং তার বর্তমান স্বামী জবেদুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।