নারায়ণগঞ্জ প্রতিনিধি : মো: তানসেন আবেদীন (০৫. ০২. ২৫)
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক করায় রূপগঞ্জে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রূপগঞ্জের গোলাকান্দাইলস্থ কাচারী বাড়ীতে আয়োজিত এক সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন,
সাধারণ সম্পাদক আলহাজ বাছির উদ্দিন বাচ্চু, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া সহ আরও অনেকে।
গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক গোলজার হোসেন ভুঁইয়ার নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে দিপু ভুঁইয়াকে শুভেচ্ছা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, “বিগত আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি সব সময় নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের সহায়তা করেছেন।”
তারা আরও বলেন, “এমন ত্যাগী নেতাকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক করায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান।”
মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, “বিএনপিকে ভালবাসলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি সব সময় ত্যাগী নেতাদের মূল্যায়ন করে এবং আমরা ত্যাগী নেতাকর্মীদের পাশে সব সময় আছি।” তিনি আরও বলেন, “দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভায় জেলার প্রতিটি থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হয়ে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান।