মোঃ তাজুল ইসলাম, সুবর্ণচর প্রতিনিধি;
নোয়াখালী, সুবর্ণচর উপজেলা বিএনপি’র উদ্যোগে, লন্ডনে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নোয়াখালী (৪) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ০৫ (ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর চরবাটা খাসের হাট রাস্তার মাথার উত্তর পাশে, এডভোকেট এবিএম জাকারিয়া সাহেব এর নতুন বাড়ির দরজায় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, নবগঠিত নোয়াখালী জেলা বিএনপি’র আহবায়ক, মাহবুব আলমগীর আলো।
নোয়াখালী জেলা বিএনপি’র নবগঠিত যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, এডভোকেট এবিএম জাকারিয়া।
নবগঠিত নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য সচিব, হারুনুর রশিদ আজাদ।
এতে আরো উপস্থিত ছিলেন, সুবর্নচর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নুর নবী চৌধুরী, সাধারণ সম্পাদক, এনায়েত উল্লাহ বাবুল।
উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, এডভোকেট ছারোয়ার উদ্দিন দিদার, নিজাম উদ্দিন ফারুক, ৩নং চরক্লাক ইউনিয়ন বিএনপি’র সভাপতি বশির আহমেদ, উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, ২নং চরবাটা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক (ভুট্টু) ২নং চরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মাইন উদ্দিন, ২নং চরবাটা ইউনিয়ন বিএনপি’র নেতা মোহাম্মদ আইউব আলী (সওদাগর)।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, মহিন উদ্দিন মহিম, যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল্লাহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, আবুল খায়ের আকাশ ও আতিক উল্লাহ অশ্রু।
উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, ছারোয়ার উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, শাহাব উদ্দিন (অনিক) উপজেলার সাবেক ছাত্রদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, আবু তাহের, আরিফ, সাকা, সহ উপজেলা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন, বাইতুল সালাম জামে মসজিদের ইমাম হাজী মোহাম্মদ নুর নবী।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান এর রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে মুসল্লীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে এডভোকেট এবিএম জাকারিয়া সাহেবের বাড়িতে আলোচনা সভায় নবগঠিত নোয়াখালী জেলা বিএনপি’র আহ্বাযক কমিটির নেতৃবৃন্দদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন, সুবর্ণচর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।