ইন্দুরকানী, প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পিরোজপুরের ইন্দুরকানীতে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে তিনশ’ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এসময় জনসাধারণের মাঝে তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” লিফলেট বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এইচ এম ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, যুগ্ম আহ্বায়ক মাস্তান হাফিজ, ফারুক হোসেন,
জেলা মহিলা দলের নেত্রী রেহেনা হাফিজ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান, সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা শাহিদুল ইসলাম শহিদ, ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন হোসেন,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা, ছাত্রদল নেতা মো. জিয়াউল ফকির, কলেজ ছাত্রদলের সভাপতি বরকত উল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হো“১৭ বছরে আওয়ামী লীগ দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। তারা সব কিছু লুটে বিদেশে পাচার করেছে। লুটের এমন অবস্থা হয়েছে যে আজ দেশে ডলারের অভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া গার্মেন্টস শিল্প আজ ধ্বংসের পথে।”
তিনি আরও বল“দেশের জনগণ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ নিজেদের স্বার্থে সব কিছু নিয়ন্ত্রণ করেছে। এখন সময় পরিবর্তনের। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। ইনশাআল্লাহ, সকল সংস্কার শেষে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”েন, সেন বলেন,