নূরুল আলম কামাল, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছে দুই যুবক। আটকের বিষয়টি বৃহস্পতিবার সকালে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান নিশ্চিত করেছেন। এর আগে বুধবার বিকেলে উপজেলার রামপুর এলাকার লোকজন ওই দুই চোরকে ছাগল সহ হাতেনাতে ধরে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে একই দিন সন্ধ্যায় দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ছাগলের মালিক আরালিয়া গ্রামের লতিফা আক্তার বাদী হয়ে বুধবার রাতে মামলা দায়ের করেন।
আটকৃতরা হলো, পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের চানখাঁ বটতলি গ্রামের দুলাল মিয়ার ছেলে হৃদয় ও শাসনকান্দি গ্রামের আবু মিয়ার ছেলে রাকিব।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকালে ছাগল চুরি করার সময় জনতার হাতে আটক হয় দুই যুবক। পরে স্থানীয় জনতা কেন্দুয়া থানায় খবর দিলে পুলিশ এসে সন্ধ্যার দিকে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ছাগলের মালিক আড়ালিয়া গ্রামের লতিফা আক্তার বাদী হয়ে কেন্দুয়া থানা মামলা দায়ের করেন। পরে তাদেরকে চুরির মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়।
কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ছাগল চুরির ঘটনায় ২ যুবককে রামপুর এলাকার স্থানীয় জনতা আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। ছাগল মালিক আড়ালিয়া গ্রামের লতিফা আক্তার বাদী থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে তাদেরকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়।