মোঃ মেহেদী হাসান, ঢাকা ( মহানগর প্রতিনিধি)
ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৫: উচ্ছ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনমেলা হতে যাচ্ছে সরকারি বাঙলা কলেজ প্রাঙ্গণে। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে “তারুণ্যের মেলা ও পিঠা উৎসব ২০২৫”, যেখানে তরুণদের সৃজনশীলতা, নান্দনিকতা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের স্বাদ একসঙ্গে উপভোগ করা যাবে।
গত কয়েক দিন ধরেই কলেজ চত্বরে চলছে উৎসবের প্রস্তুতি। চারিদিকে রংতুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে বর্ণিল নকশা ও নানা রকম ডিজাইন। পিঠা উৎসবের জন্য বিশেষভাবে সাজানো হচ্ছে স্টলগুলো, যেখানে থাকবে বাহারি সব ঐতিহ্যবাহী পিঠা। ২৯ জানুয়ারি দিনভর স্টল ডেকোরেশনের কাজ চলে, যাতে প্রতিটি স্টল আকর্ষণীয় ও সৃজনশীলভাবে উপস্থাপন করা যায়।
এবারের মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত পরিবেশনা, নৃত্য ও কবিতা আবৃত্তির মতো নানা আয়োজন। শিক্ষার্থী ও অতিথিরা এখানে বাঙালি সংস্কৃতির আবহে নিজেদের মিশিয়ে নিতে পারবেন।
সরকারি বাঙলা কলেজের এই আয়োজন তরুণদের সৃজনশীলতা ও ঐতিহ্যের সংযোগ ঘটাবে বলে আয়োজকদের আশা। উৎসব সফল করতে শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
সবাইকে স্বাগত জানানো হচ্ছে এই প্রাণবন্ত উৎসবে অংশ নিতে এবং বাঙালির ঐতিহ্যকে উদযাপন করতে!