মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে ইমরান হেলালি প্রিন্স (৩৬) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। অভিযানের সময় উদ্ধার করা হয়েছে একটি চাইনিজ একে ৪৭ এয়ারগান, তিনটি দেশীয় অস্ত্র ও ৩৭ পিচ ইয়াবা।
ইমরান হেলালি প্রিন্স মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মৃত নকিব হেলালির ছেলে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানান, জব্দকৃত অস্ত্র ও মাদকসহ যুবককে থানায় সোপর্দ করে সেনাবাহিনীর একটি দল। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। জব্দকৃত একে ৪৭ এয়ারগানের ব্যালিস্টিক পরীক্ষা করানো হবে। পরীক্ষায় যদি মারনাস্ত্র হিসেবে চিহ্নিত হয় তাহলে পরবর্তীতে অস্ত্র আইনে মামলা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার আসামি হিসেবে প্রিন্সকে আদালতের সোপর্দ করা হয়েছে বলে জানান সদর থানার ওসি।