মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরে স্বাস্থ্যসেবা দিতে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছে জামায়াতে ইসলামী মেহেরপুর। আজ শনিবার সকালে সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা, শ্যামপুর ইউনিয়নের সভাপতি মফিজুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি আজমাইন হুসেন সহ জামাত নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, ডেন্টাল ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করছে । মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার দুস্ত রোগীদের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানাচ্ছে আয়োজকরা।
নিজ এলাকায় বিভিন্ন ডাক্তার পেয়ে খুশি রোগীরা। চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ সরবরাহ করতে পারলে আরো উপকার বলে জানাচ্ছে তারা।ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা জানালেন আয়োজকরা