সোহেল রানা, সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি:
মাদক নির্মূল, বাল্যবিবাহ, ইভটিজিং রোধ, চুরি ডাকাতি ও সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সচেতন জনগণ ও এলাকাবাসীর আয়োজনে ভাকুম জয়মন্টপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আনোয়ার শাদাত এর সভাপতিত্বে ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদ এর সদস্য মো: ইলিয়াস হোসেনের সঞ্চালনায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে মুখ্য আলোচক এর বক্তব্যে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, মাদক ব্যবসায়ি দেশ ও জাতির শত্রু। সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ নয় আমি নির্মূল করতে আপনাদের সহযোগীতা চাই। পুলিশ দেশের খারাপ মানুষের বন্ধু নয়, পুলিশ ভালো মানুষের বন্ধু। আমরা ভালো মানুষের সাথে আছি সবসময় থাকতে চাই। জুয়া,এনড্রয়েড মোবাইল, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালানো ও বাল্যবিবাহ দেয়া থেকে বিরত থাকার কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, ইভটিজিং করে, মাদক ব্যবসা করে ও ভূমিদস্যুতা করে এদের পিছনে একটা কারণ থাকে। প্রথমে কিছু শ্রেনীর বন্ধু বান্ধব যুবকদের টার্গেট করে নিজের অর্থ খরচ করে মাদকসেবন শেখায়।কিছুদিন পর ওই যুবক পুরোপুরি মাদকে আসক্ত হয়ে পরলে মাদকের টাকা না পেয়ে ছিনতাই শুরু করে। তারপর ঐ ছেলেটি তার পরিবারের সদস্যদের কাছ থেকে মাদক সেবনের টাকা চাইতে শুরু করে। পরিবার সেই টাকা না দিলেই তার মা-বাবাকে হত্যা করা হয়।একটি পরিবারে একজন মাদকসেবী সন্তান থাকলে সেই পরিবার ধ্বংস হয়ে যায়। সকলেই পুলিশকে দায়ী করেন। পুলিশকে দায়ী করার পূর্বে নিজ নিজ জায়গা থেকে আপনাদের সন্তানের দায়িত্ব নেন। আপনাদের ছেলে-মেয়ে কোথায় যায় কি করে কার সাথে মেলা মিশা করে সেটা দেখার দায়িত্ব আপনাদের। তাহলেই দেখবেন সমাজ থেকে অপরাধ অনেকটাই কমে আসবে। সেই সাথে ধারাবাহিক ভাবে সিংগাইর থানার প্রত্যেকটি ইউনিয়ন এর ওয়ার্ড পর্যায় মাদক নির্মুল কমিটি গঠনের উদ্যোগ গ্রহন করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.আতাউর রহমান বাচ্চু, জয়মন্টপ ইউনিয়নের জামায়াত ইসলামি স়ভাপতি জাহিদ মুহাম্মদ মহিবুল্লাহ মহিদ,প্রাইমারি স্কুল শিক্ষক আবুল কালাম আজাদ,ভাকুম জয়মন্টপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদ রানা,চর দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সোনিয়া প্রমুখ।
উক্ত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো.কামাল হোসেন মুন্সি, সিংগাইর থানার উপ-পুলিশ পরিদর্শক মুত্তালিব, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী মো.হাবিবুল বাশারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।