২৩ জানুয়ারি ২০২৫ তারিখে র্যাব-১৩, সদর কোম্পানী রংপুর এর একটি মাদকবিরোধী অভিযানে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মাদক ব্যবসায়ী মোঃ রিন্টু (৩৫) গ্রেফতার হয়েছেন। তিনি লালমনিরহাট জেলার পূর্ব সিন্দুর্না এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ সামছুল হক এবং মাতা মোসাঃ রেহেনা বেগম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানার লক্ষীটারি ইউনিয়নের পূর্ব ইচলী গ্রামের এসকে বাজারে অভিযান চালানো হয়। অভিযানে একটি সিএনজি তল্লাশি করে ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাবের এক কর্মকর্তা বলেন, ‘মাদকসহ সিএনজি জব্দ করে মাদক ব্যবসায়ী মোঃ রিন্টুকে গ্রেফতার করা হয়েছে। মাদক পাচার ও ব্যবসার বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।’
এই অভিযানের মাধ্যমে র্যাব মাদক ব্যবসা ও পাচার প্রতিরোধে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।