মোঃ মেহেদী হাসান, ঢাকা (মহানগর প্রতিনিধি)
ঢাকা, ২১ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের সামনে রাত আনুমানিক ৮:০০ টার দিকে একটি পার্কিংরত প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শী রাফিউদ্দিন সরকার, যিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, জানান, “আমি ৮ নম্বর বিল্ডিংয়ের সামনে (কলেজের ১ নম্বর গেটের কাছে) দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শুনি এবং আগুনের ফুলকি দেখতে পাই। এরপর দ্রুত আগুন গাড়িটির পুরো অংশে ছড়িয়ে পড়ে।”
আতঙ্কিত পথচারীরা প্রথমে নিরাপদ দূরত্বে সরে যান। তবে স্থানীয় বাসিন্দা ও বাস পরিবহন চালকদের সহায়তায়, বাঙলা কলেজের পাশের ওয়াসার পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। প্রাথমিক পর্যায়ে পানির সাহায্যে কিছুটা নিয়ন্ত্রণ আনার পর CO2 ( কার্বন ডাই-অক্সাইড) গ্যাসের মাধ্যমে আগুন অনেকটাই নিভিয়ে ফেলা সম্ভব হয়।
ঘটনার প্রায় ১০-১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যক্রমে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং গাড়িটির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে।
এ ঘটনায় আরও বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত চলছে।