নজরুল ইসলাম, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
“পৌর করে চলছে উন্নয়নের চাকা, সুষম সেবা ও উন্নয়নের পরিকল্পনা আঁকা” এর অংশ হিসেবে ভোলার লালমোহন পৌরসভার হোল্ডিং বকেয়া করের উপর ১৫% হ্রাসের সুবিধা দিয়ে করমেলার আয়োজন করেছে লালমোহন পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার (২০ জানুয়ারী) সকাল ১০টার সময় লালমোহন পৌর শহের চৌরাস্তার মোড়ে এ করমেলার শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ।
তিনি বলেন ২০ জানুয়ারী হতে ২৩ জানুয়ারী পর্যন্ত এ করমেলা চলবে। উন্নয়ন কার্যক্রম অব্যহত রাখতে পৌর করমেলায় অংশ নিয়ে কর পরিশোধ করুন। সুনাগরিক গড়ে তোলার জন্য কর পরিশোধের বিকল্প নাই। আপনাদের এই করের মাধ্যমে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয় এবং পৌরসভার সকল কর্মকর্তা/কর্মচারীদের বেতন প্রদান করা হয়।
লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকতা মো: আরিফ হোসেন জানান, লালমোহন পৌর এলাকায় প্রায় সাড়ে ৯ হাজার হোল্ডিং রয়েছে।এর মধ্যে বেসরকারি হোল্ডিংয়ে প্রায় ২ কোটি টাকা এবং সরকারি হোল্ডিংয়ে প্রায় ৩ কোটি টাকার মত বকেয়া আছে। সরকারি বেসরকারী হোল্ডিং মালিকরা বছরের পর বছর কর খেলাপি রয়েছে। তাই ১৫% ছাড় দিয়ে কর আদায়ের লক্ষ্যে উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসক মো: শাহ আজিজ। এরপরও যদি কেহ নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম, পৌসভার নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ এবং লালমোহন পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।