বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

গাংনীতে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৯ জানুয়ারী ২০২৫, ১৭:৫৫

গাংনীতে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

মজনুর রহ মান আকাশ (মেহেরপুর প্রতিনিধি): 

সারাদেশে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। বৃহষ্পতিবার উপজেলা চত্ত্বরে এ মেলা ও উৎসবের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদ্দাম হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মোতালিব হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ দেব জৈতি মণ্ডল, বিক্রয় কর্মকর্তা হানিফ হোসাইন প্রমুখ। ৯ জানুয়ারি শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ এ মেলার আয়োজন করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে গাংনী উপজেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রীতম সাহা বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিনিয়ত মানুষকে বইমুখী করছে। জ্ঞানের পৃথিবীর সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছে। মেলায় সকল বয়সীরা তাদের পছন্দমত বই কিনতে পারবেন। তিনি মেলায় আসা ক্রেতা—দর্শণার্থীদের রুচিশীল বই কেনার আহ্বান জানান।

এ সম্পর্কিত আরো খবর