মো. জিয়াউল ফকির,ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীর পাড়েরহাটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বিজয় নিশান প্রেজেন্টস পাড়েরহাট প্রিমিয়ার লিগ (পিপিএল) সিজন ৫-এর প্লেয়ার ড্রাফট। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পাড়েরহাট বাবুর বাড়ি সংলগ্ন মাঠে ৮ দলীয় এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়।
পিপিএল সিজন-৫ এর প্রধান অথরিটি সাইফুল ইসলাম জুম্মানের সভাপতিত্বে এবং পলাশ রহমান ও নাদিম মাহমুদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইমুন আহমেদ এবং পাড়েরহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. জিয়াউল ফকির।
অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রাজনীতি এবং খেলাধুলা দুটো আলাদা বিষয় খেলাধুলার মধ্যে কোনো রাজনৈতিক বৈষম্য না রেখে দল মত নির্বিশেষে সকলে একত্রিতভাবে খেলাধুলায় মাঠে থাকার আহ্বান জানান।
পিপিএল সিজন-৫-এর এই আয়োজনে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে প্রত্যাশা করেছেন আয়োজকরা।