জাবের হোসেন (ফটিকছড়ি প্রতিনিধি):
ইসলামি আলোচক ও কলরবের জনপ্রিয় শিল্পী মুফতি সাঈদ আহমাদকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বিত্তরা।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে এই বর্বরোচিত ঘটনা ঘটেছে।
গতকাল রাত আনুমানিক ১১ টার দিকে ফটিকছড়ি চিকনছড়া দক্ষিণ হলুদিয়া তা’লীমুল কুরআন নূরানী মাদরাসার তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে যাচ্ছিলেন মুফতি সাঈস আহমেদ। তার গাড়ি চিকনছড়া বাজার অতিক্রম করার পর ভাঙ্গা পুল নামক স্থানে পৌঁছালে স্থানীয় যুবদলের সন্ত্রাসী জাফর ও মনিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার গাড়ি থামায়।
সন্ত্রাসীরা তাকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে অপহরণ করে পানুয়া গভীর জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য ছিল মুফতি সাঈদ আহমদকে হত্যা করা।
সন্ত্রাসীদের এই বর্বরোচিত কর্মকাণ্ডের সময় স্থানীয় জনতা ও প্রশাসন দ্রুত তৎপর হয়ে তাকে রাত ১ টার দিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনা শুধু মুফতি সাঈদ আহমদ নয়, পুরো ফটিকছড়ির মানুষের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করেছে। এই ঘটনায় ফটিকছড়ি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
মুফতি সাঈদ আহমদের উপর হামলার সঙ্গে জড়িত জাফর ও মনিরসহ তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসী জানিয়েছেন এ ঘটনার পেছনে যারা ষড়যন্ত্রকারী আছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
মুফতি সাঈদ আহমদ একজন সম্মানিত খ্যাতিসম্পন্ন ইসলামিক ব্যক্তিত্বের অধিকারী যিনি একাধারে মুফাসসিরে কোরআন, গায়ক, লেখক, গীতিকার, সুরকার, ইসলামিক পণ্ডিত এবং বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক ব্যান্ড (কলরব) শিল্পীগোষ্ঠীর পরিচালক যার উপর এ ধরনের হামলা সারা দেশের মানুষ, সামাজিক মাধ্যম, পত্র পত্রিকায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?