মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ৩

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৩১

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

রবিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের ঘাংরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের ঘাংরা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারায়।

এ সময় বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হন। নিহত তিনজনই পুরুষ।

মো. খায়রুল ইসলাম আরও বলেন, দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার ও মরদেহগুলো মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর